ভয়েস কিবোর্ড !

 ভয়েস কিবোর্ড !

যদিও 2012 সালে  গুগোল রিলিজ করেছে কিন্তু তবুও আমরা অনেকে হয়তো বা এখনও জানিনা । 

তা এটা হচ্ছে স্পিচ টু টেক্সট প্রযুক্তি যার মাধ্যমে আপনি মুখে যা বলবেন সেটা লেখায় রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ প্লে স্টোরে এরকম অনেক অ্যাপস আছে কিন্তু আমার মতে সবচেয়ে সেরা হলো '"gboard the Google keyboard " . কারণ এটা অনেক ফাস্ট এবং স্মুথ । এবং বেশিরভাগ ফোনে এই অ্যাপটি pre-installed থাকে ।

এই প্রযুক্তি লেখালেখি ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে । তাই যেহেতু এই প্রযুক্তি আমাদের সামনে রয়েছে সুতরাং এর থেকে আমাদের ফায়দা নেওয়া উচিত ।





Comments

Popular Posts